এনআরসি প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে – যুগ্ম মহাসচিব এনআরসি প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে - যুগ্ম মহাসচিব - ajkerparibartan.com
এনআরসি প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে – যুগ্ম মহাসচিব

3:09 pm , December 15, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘বাংলাদেশ সমাদর দেখিয়ে ভারতের চাহিদা অনুযায়ী সবকিছু দিয়ে আসছে। কিন্তু এর প্রতিদান স্বরূপ আমরা কিছুই পাইনি। উল্টো ভারত এখন ‘বহিরাগত খেদাও’ এর নামে তাদের নাগরিক আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। যার প্রভাব এখনই বাংলাদেশে পড়তে শুরু করেছে। এভাবে চলতে থাকলে রোহিঙ্গা ইস্যুর চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়াবে এনআরসি’র প্রভাব। তাই এনআরসি প্রসঙ্গে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে’। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর নিজস্ব কার্যালয়ের সামনে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। বরিশাল নগর কমিটির সভাপতি সরোয়ার আরো বলেন, ভারতে ‘এনআরসি প্রসঙ্গ’ নিয়ে ইতোমধ্যে চলছে বিক্ষোভ। জ্বালাও-পোড়াও-ভাংচুরে হিন্দুস্থান আজ অস্থির। এমন ঘটনা বাংলাদেশেও ঘটতে পারে। যা সরকার মোকাবিলা করতে ব্যর্থ হবে। দেশ পড়বে হুমকির মুখে। তিনি আরো বলেন, বেগম জিয়ার সাথে অনবরত অন্যায় করা হচ্ছে। যা কোনভাবেই মেনে নিতে পারছে না সাধারণ জনতা। এই ঘটনা বার বার ঘটায় জনমনে যে ক্ষোভের জন্ম নিয়েছে তা যেকোন সময় বিস্ফোরিত হতে পারে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি সৈয়দ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক পিন্টু, মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহম্মেদ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT