2:42 pm , December 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভাসহ নানা কর্মসুচীর মাধ্যমে নগরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার দিনটি পালনে সূর্যোদয়ের পর থেকে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি করা হয়। সূর্যদয়ের সাথে সাথে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা অর্ধনমিত এবং কালোপতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ বেদীতে পুষ্পস্তাপবক অর্পন করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রি মর্যাদায় আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। এরপর শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ ৩০টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা। এপর পুষ্পস্তাবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ। পরে পর্যায়ক্রমে জেলা ও মহানগর যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, জেলা আইনজীবী সমিতি, জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তাবক অর্পণ করেন। এছাড়া সকাল সাড়ে ১০টার পরে শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পণ করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র নেতা-কর্মীরা। বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এর পূর্বে বরিশাল বিভাগীয়ও জেলা প্রশাসন, বরিশাল রেঞ্জ পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আরআরএফ, এপিবিএনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকেল ৪টায় নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের তৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।