2:53 pm , December 13, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আজ ১৪ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন। এছাড়া সকাল ৯টায় সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে জমায়েত ও শহীদ বেদীতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে পূষ্পার্ঘ্য অর্পন।
বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল ইউনিটের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার এই তথ্য নিশ্চিত করেছেন।