আগৈলঝাড়া থেকে ২৬ লক্ষাধিক টাকার গাঁজাসহ নারী আটক আগৈলঝাড়া থেকে ২৬ লক্ষাধিক টাকার গাঁজাসহ নারী আটক - ajkerparibartan.com
আগৈলঝাড়া থেকে ২৬ লক্ষাধিক টাকার গাঁজাসহ নারী আটক

2:51 pm , December 13, 2019

নিজস্ব ও আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া থেকে বিপুল পরিমান গাঁজাসহ শীর্ষ নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে পরিচালিত ওই অভিযানে উদ্ধার হয়েছে ১০৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। আটক নারী হলো- শাহানাজ বেগম (৪২) আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রামের মো. আলী আকবর শিকদারের স্ত্রী। র‌্যাব-৮ সূত্র জানিয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে মো. আলী আকবর শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করে স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারক্তি অনুযায়ী ঘরের পাশে মাটির গর্তে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ১০৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, ‘শাহনাজ বেগমের স্বামী আলী আকবর শিকদার বাড়িতে থাকেন না। তিনি ঢাকায় থাকেন। বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে থাকতেন শাহনাজ বেগম। যতটুকু জানাগেছে, স্বামীর অজান্তেই তিনি এই ব্যবসা করতেন। র‌্যাব জানায়, পুরো বিষয়টি ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে শাহনাজের স্বামী কিংবা তার সন্তানদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া মাদকসহ নারী মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT