ডিজিটাল বাংলাদেশ দিবস পালন ডিজিটাল বাংলাদেশ দিবস পালন - ajkerparibartan.com
ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

2:47 pm , December 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ “সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেট শেয়ার পরে এই শ্লোগান নিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালনে উদ্যাপনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক কনসার্ট সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবসের আয়োজিত সকল অনুষ্ঠান সফল করার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হেসেন ভূইয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মোঃ রসিদ আল আসিফ, বরিশাল সাংস্কৃতিকজন সাংবাদিক এ্যাড এসএম ইকবাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপাস্থপন করেন কম্পিউটার কাউন্সিল বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। এর পূর্বে সকাল সাড়ে নয়টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে নগরের সরকারী – বে-সরকারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের দপ্তরে গিয়ে শেষ করে। অপরদিকে বিকালে বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠিত। এখানে ঢাকা ও বরিশালের শিল্পিরা সঙ্গীত পরিবেশন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT