3:01 pm , December 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিনাঞ্চলের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মিদের অভিভাবক পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক(মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপির জন্মদিন আজ। ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর সেরনিয়াবাত পরিবারে আলোর প্রদীপ হয়ে জন্ম গ্রহন করেন তিনি। তার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভগ্নিপতি ও স্বাধীন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী। যাকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে হত্যা করেছিল। নানা ঘাত প্রতিঘাত মোকাবিলা করে বঙ্গবন্ধুর যোগ্য ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ শুধু দক্ষিনাঞ্চলেই নয়, দেশে অন্যতম বর্ষিয়ান এক রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মুক্তিযুদ্ধে বিরোচিত ভুমিকা রাখা এ রাজনীতিবিদ শুধু দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে জনপ্রতিনিধিত্ব করার গৌরব। তিনি ১৯৭৩ সালে বরিশাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হন। তার আগে ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত জাতীয় সংসদের চীফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহবায়ক মনোনীত হন, যা বাংলাদেশ সরকারের মন্ত্রীর পদমর্যাদার। এই জননেতার জন্ম দিন আজ।