আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন - ajkerparibartan.com
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

3:00 pm , December 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ শ্লোগান নিয়ে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। উদ্বোধন শেষে সদর রোডে দুদক বরিশাল বিভাগীয় পরিচালক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে দুর্নীতি বিরোধ মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন, সনাক সভাপতি প্রফেসর শাহ্ শাজেদা সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় অশ্বিনী কুমার হল চত্বরে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহন করেন অতিথিরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT