2:21 pm , December 8, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যায় আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি বলেছেন, ‘স্বাধীনতা মানে আওয়ামী লীগ, স্বাধীনতা মানেই ভাষা। যে ভাষায় আমরা মা বলে ডাকি। আর এই ভাষা যিনি এনে দিয়েছেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গতকাল রোববার মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তি আমাদের এনে দিয়েছেন ঠিকই, কিন্তু স্বাধীন বাংলাদেশে তিনি বেশিদিন বেঁচে থাকতে পারেননি। সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখলেও মাত্র সাড়ে ৩ বছর তিনি স্বাধীন বাংলাদেশে সময় পেয়েছিলেন। তার মধ্যেই ৭৫’র ১৫ই আগস্ট ঘাতকের বুলেটে প্রাণ হারাতে হয় তাকে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়ন হচ্ছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরে দীর্ঘ ২১ বছর উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত বরিশাল অঞ্চলে উন্নয়ন হয়েছে। যার ধারাবাহিকতা এখনো রয়েছে। বরিশালবাসীর প্রতি আহ্বায়ন জানিয়ে আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, ‘যদি উন্নয়নের ধারা রক্ষা করতে হয় তবে শেখ হাসিনার বিকল্প নেই। এ ধারা অব্যাহত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা আমাদেরই করতে হবে।