2:51 pm , December 6, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে নগরীর ৩০টি ওয়ার্ডে এক যোগে মিছিল হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার পরে স্ব স্ব ওয়ার্ডে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়। মহানগর আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব ওয়ার্ডের নির্দিষ্ট স্থান হতে বের হওয়া মিছিল ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদকক্ষিণ করে। এ সময় জয় বাংলার স্লোগানে মুখোর হয়ে ওঠে গোটা নগরী। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে প্রতিটি পাড়া-মহল্লায়। মিছিল শেষে প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহনের আহ্বান জানান বক্তারা।
এদিকে সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে আজ শনিবার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করা হবে। সন্ধ্যায় নগরীর সদর রোডস্থ শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হতে। এতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ মহানগর আওয়ামী লীগ এবং ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিবেন।