জমি দখল নিতে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলো মেয়ে ও জামাই জমি দখল নিতে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলো মেয়ে ও জামাই - ajkerparibartan.com
জমি দখল নিতে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিলো মেয়ে ও জামাই

2:50 pm , December 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক ব্যবসায়ী স্বামীর প্ররোচনায় পড়ে সকালে মাকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এর তিন ঘন্টা পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে ঘর ফিরে পেয়েছেন অসহায় বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম সাগরদী দরগাহবাড়ী এলাকার নমশুদ্ধপাড়ায়। অসহায় বৃদ্ধা মালেকা বেগম ওই এলাকার মৃত মো. আশ্রাফ আলীর ছেলে।
জানাগেছে, ‘মৃত মো. আশ্রাফ আলী’র ছেলে মো. আবু জাফর এর জমি জবর দখলের চেষ্টা করে আসছে তারই আপন বোন আসমা আশ্রাফীর মাদক ব্যবসায়ী স্বামী রুবেল সরদার। রুবেল ওই জমি তার ফুফুর বলে দাবী করে আসছে। অথচ সেখানে তার ফুফুর কোন জমিই নেই। তার পরেও রুবেল দীর্ঘ দিন ধরেই গায়ের জোড়ে জমি দখলে নানা পায়তারা করে আসছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৭টার দিকে আবু জাফরের বোন আসমা আশ্রাফী তার মাদকাসক্ত সামী রুবেল সরদারকে সাথে নিয়ে বৃদ্ধা মা মালেকা বেগমকে টেনে হিচড়ে বের করে দিয়ে ঘরের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে দখলে নেয়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার ঘটনাস্থলে পৌছে সকাল ১০টার দিকে ঘরের তালা খুলে বৃদ্ধা মালেকা বেগমকে ঘরে তুলে দেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, ‘ওই পরিবারের মধ্যে অনেক দিন ধরেই জমি নিয়ে বিরোধ চলছে। আবু জাফর বিষয়টি আমাকেও অবহিত করেছে। আমি আশ্রাফী ও তার স্বামী রুবেল সরদারকে সালিশ মিমাংশার জন্য ডেকেছিলাম। কিন্তু তারা আসেনি। তার পরেও শুক্রবার সকালে ঘরের দরজা খুলে দিয়ে আসার সময় অভিযুক্ত রুবেল সরদারের কোন অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানাতে বলেছি। অভিযোগ দিলে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। আর তা না হলে আইনের সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিলর।
খোঁজ নিয়ে জানাগেছে, রুবেল সরদার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে মাদকসহ সে ধরাও পড়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলাও রয়েছে। মাদক কারবারির অবৈধ টাকার প্রভাবে তিনি প্রতিনিয়ত এলাকায় অন্যের জমি দখলসহ জাল জালিয়াতি করছেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া গত তিন মাস পূর্বে শ^শুর বাড়ির জমি দখলে নিতে শ্যালক জাফরকে দ্যা নিয়ে ধাওয়া করে। এ ঘটনায় তখনকার সময় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগও দেয়া হয়েছে। যার নম্বর ‘আর-২১১৩। কিন্তু অভিযোগ পেয়ে পুলিশ কোন ধরনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আবু জাফরের। ফলে এ নিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও করছেন তারা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT