আলোচনার মাধ্যমে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত হবে - ajkerparibartan.com
আলোচনার মাধ্যমে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত হবে

3:03 pm , December 5, 2019

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাম্প্রতিককালে বরিশাল-সহ দেশে বহুলআলোচিত শহিদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের অস্তিত্ব থাকা না থাকা নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে তা নিয়ে ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লিখিত সভায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের কার্যকরী কমিটির সভাপতি, সাধারণসম্পাদক-সহ অন্যঅন্য নেতৃবৃন্দ এবং বিজয়কৃষ্ণ দে ও তার মামলা পরিচালনাকারী আইনজীবী এ্যাড. ফণীভূষণ দাস উপস্থিত ছিলেন। সভায় বিজয় কৃষ্ণ দে জানানÑ তিনি হাল রেকর্ড অনুযায়ী রেকর্ডিয় প্রজাদের কাছ থেকে সম্পত্তিটি খরিদ করেছেন। কিন্তু কোনক্রমেই বরিশাল নগরীতে অবস্থিত শহিদ আলতাফ মাহমুদ-এর নামে প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয়টির অস্তিত্ব বিনষ্ট হতে দেবেন না। এই বিষয় নিয়ে পরবর্তীতে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কী পদ্ধতিতে উদ্ভুত সমস্যা সমাধান করা যায় তা নিয়ে পুনরায় উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে বলে সকলেই একমত পোষণ করেন। খবর বিজ্ঞপ্তি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT