3:15 pm , December 3, 2019
ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে এক চা বিক্রেতার বসতঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত তিনটার দিকে শহরের টিঅ্যাডটি সড়কে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, বিদ্যুতের শকসার্কিটের মাধ্যমে আগুন লেগে মালামালসহ পুড়ে যায় বসতঘরটি। ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা নাসির হাওলাদার জানান, রাত তিনটার দিকে বসতঘরের চারপাশ দিয়ে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে মালামালসহ পুড়ে যায় বসতঘরটি। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শত্রুতাবশত আগুন দিয়ে বসতঘরটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন নাসির হাওলাদার। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানিয়েছেন, বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে ওই ঘরে। আগুনে বসতঘরটি পুড়ে গেছে, কোন মালামাল রক্ষা করা যায়নি বলেও জানান তিনি।