বরগুনায় হাসপাতালের বর্জ্যে দুষিত কড়ইতলা কালিবাড়ী খালের পানি বরগুনায় হাসপাতালের বর্জ্যে দুষিত কড়ইতলা কালিবাড়ী খালের পানি - ajkerparibartan.com
বরগুনায় হাসপাতালের বর্জ্যে দুষিত কড়ইতলা কালিবাড়ী খালের পানি

2:52 pm , December 2, 2019

 

বাবুল দাস, বরগুনা ॥ বরগুন সদর উপজেলার পৌরসভার অন্তর্গত কড়ইতলা কালিবাড়ী এলাকা দিয়ে বয়ে যাওয়া শিবের খাল পর্যন্ত, বরগুনা জেনারেল হাসপাতালের সকল বর্জ্য পদার্থ এসে পড়ায় খালের পানি দূষিত হয়ে পড়ছে। ফলে উক্ত খালের পানির উপর নির্ভরশীল কড়ইতলা, কালিবাড়ী সোনাখালীর শত শত পরিবার। উক্ত পানি ব্যবহার করতে না পাড়ায় চরম দূর্ভোগের শিকার হচ্ছে। সরজমিনে দেয়া যায় বরগুন জেনারেল হাসপাতাল, নাসিং কলেজে সহ লাশকাটা ঘরের সকল বর্জ্য পৌরসভার নির্মিত ড্রেন দিয়ে খালে এসে পড়ছে। এর ফলে পানি দূর্গন্ধযুক্ত ও কালো হয়ে যাওয়ায় খালের পানি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। সরজমিনে দেখা যায় হাসপাতালের পানিতে রক্তমাখা তুলা গজ ও ব্যান্ডেজ ভাসছে। উল্লেখ্য শত শত বছরধিকাল যাবৎ উক্ত খালের পানির উপর নির্ভরশীল এলাকার কৃষি ও গৃহস্থালি কাজকর্ম ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই খালের পানি। এলাকাবাসীর এই খালের পানিই একমাত্র ভরসা। কিন্তু বর্তমানে উক্ত পানি ব্যবহার করতে না পারায় এলাকার মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে। এব্যাপারে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT