2:46 pm , December 2, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মাতা আরতি চ্যাটার্জি’র (৭০) শেষকৃত্য সোমবার বেলা ১১টায় বরিশাল মহাশশ্মানে সম্পন্ন হয়। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আরতি চ্যাটার্জি রোববার রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসুস্থাবস্থায় গত রোববার থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু সংবাদ শুনে শুভাকাংক্ষিরা হাসপাতালে ও বাসায় ছুটে যান এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
আরতি চক্রবর্তী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধ বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী। তিনি স্বামী, ২ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রয়াতের পুত্র পুলক চ্যটার্জি জানান, বয়সজনিত নানা রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে আরতি চ্যাটার্জির মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপি, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ।
এদিকে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল, নুরুল আলম ফরিদ, দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক স্বপন খন্দকার, সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, কাজল ঘোষ, মানিক মুখার্জি, কবি হেনরী স্বপন, এ্যাড. বাপ্পি, কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, সময় টিভির বরিশাল ব্যুরো ফেরদৌস সোহাগ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো রাহাত খান প্রমূখ।