লালমোহন আ’লীগের সম্মেলন ৩ ডিসেম্বর লালমোহন আ’লীগের সম্মেলন ৩ ডিসেম্বর - ajkerparibartan.com
লালমোহন আ’লীগের সম্মেলন ৩ ডিসেম্বর

3:13 pm , December 1, 2019

লালমোহন প্রতিবেদক ॥ ৩ ডিসেম্বর লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে লালমোহন এখন সাজ সাজ রব। ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে সর্বত্র। সম্মেলন সফল করতে এলাকায় অবস্থান করছেন ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। ৫ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে। রোববার সম্মেলনস্থল পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সম্মেলন সফল করতে একাধিক বর্ধিত সভা করে বিভিন্ন উপ-কমিটি গঠন করেছেন তিনি। ৩ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
২০১৪ সালের ৬ জুন সর্বশেষ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহনের নেতা-কর্মীরা আবারো এমপি নূরুন্নবী চৌধুরী শাওনকে সভাপতি হিসেবে দেখতে চান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT