3:05 pm , December 1, 2019
বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশালের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক গোলাম ফারুক শাহিন। বিএনপির সহ দপ্তর তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৮৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি এবং চলচ্চিত্র অভিনেতা হেলাল খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ-সভাপতি বাবুল আহমেদ, মনিরুজ্জামান মনির, ছড়াকার আবু জাফর, সাংবাদিক আনিছুল ইসলাম সানি, সংগীত পরিচালক ইথন বাবু প্রমূখ।