খাসজমিতে করা সাবেক সাংসদ আউয়াল ফাউন্ডেশন কার্যালয় ভবন দখলে নিয়েছে প্রশাসন খাসজমিতে করা সাবেক সাংসদ আউয়াল ফাউন্ডেশন কার্যালয় ভবন দখলে নিয়েছে প্রশাসন - ajkerparibartan.com
খাসজমিতে করা সাবেক সাংসদ আউয়াল ফাউন্ডেশন কার্যালয় ভবন দখলে নিয়েছে প্রশাসন

3:40 pm , November 28, 2019

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ উপজেলা ইমাম সমিতির নামে বরাদ্ধ দেয়া খাস জমিতে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ‘লীগের সভাপতি একেএমএ আউয়াল তারনিজ নামে করা আউয়াল ফাউন্ডেশন ভবন দখলে নিয়েছে উপজেলা প্রশাসন। স্বরুপকাঠী পৌর শহরের ফেরীঘাট সড়কের খাস জমিতে আউয়াল ফাউন্ডেশন এর কার্যালয় করা হয়েছিল। স্বরুপকাঠী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক বলেন, সরকারি জমিতে কারো পাকা ভবন করার এখতিয়ার নেই। উপজেলা ইমাম সমিতির নামে লীজ দেয়া জায়গাটি তিনি দখল করে ওখানে ব্যক্তিগত নামে ভবন নির্মান করা হয়েছিল যা সম্পূর্ন অবৈধ। এরপর তিনি বলেন, বুধবার বিকেলে উপজেলা শহরের ফেরিঘাট সড়কে অবস্থিত আউয়াল ফাউন্ডেশনে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিসের নামে সাইন বোর্ড ঝুলানো হয়েছে। এসময় ভবনের ভিতরে কাউকে না পেয়ে ফাউন্ডেশনে থাকা আসবাবপত্র সহ অন্যান্য জিনিসপত্র অফিসের ভিতরের একটি কক্ষে রাখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানিয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ সদস্য এ কে এম এ আউয়াল তার স্ত্রী লায়লা পারভীনের মাধ্যমে উপজেলা ইমাম সমিতির নামে ওই জায়গাটি বরাদ্ধ নেয়ার জন্য একটি আবেদন জমা দেন। আবেদন জমা দিয়েই একে এম আউয়াল ঐ জায়গাটি দখলে নিয়ে সেখানে আউয়াল ফাউন্ডেশন নামে টিনের চালা বিশিষ্ট একটি পাকা ভবন তৈরী করেন। স্বরুপকাঠী উপজেলা সদর ভূমি অফিসের তহশিলদার মো. আলতাফ হোসেন জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আউয়াল ফান্ডেশন ভবনটি দখলে নেয়া হয়েছে। এখন থেকে সেখানে ভূমি অফিসের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম ওই ভবনে বসেই করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, ভবনটি উপজেলা সদর ভূমি অফিসের নামে লীজ নিয়ে ভূমি অফিসের সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এখন থেকে ওটাই হবে স্বরূপকাঠি ইউনিয়ন/ পৌরসভা ভূমি অফিস।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT