দেশের স্থিতিশীল রাজনীতিকে অস্থির করে তুলতেই গুজব – জেলা প্রশাসক দেশের স্থিতিশীল রাজনীতিকে অস্থির করে তুলতেই গুজব - জেলা প্রশাসক - ajkerparibartan.com
দেশের স্থিতিশীল রাজনীতিকে অস্থির করে তুলতেই গুজব – জেলা প্রশাসক

3:01 pm , November 26, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের চলমান স্থিতিশীল রাজনীতিকে অস্থির করতে মহল বিশেষ গুজব ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। কোন ভাবেই গুজবে কান দেয়া যাবে না। বরং গুজব সৃষ্টিকারিদের আইনের কাছে সোপর্দ করতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ‘গুজব প্রতিরোধে’ জেলা পর্যায়ে মনিটরিং কমিটির জরুরী সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এ আহ্বান জানান।তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে যেমন, নিত্য প্রয়োজনীয় পন্য, বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্বেও এক শ্রেণীর অসাধু ব্যক্তি, ব্যবসায়ীরা সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে গুজব ছড়িয়ে বাজারসহ স্থানীয় জনসাধারণের মধ্যে এক ধরনের আতংক সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এসব অসৎ উদ্দেশ্যে গুজব ছড়ানো সম্পূর্ণ অনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। যা সরকারকে বিব্রত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।জেলা প্রশাসক বলেন, ‘গুজব ছাড়ানোর একটি অন্যতম মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকেই গুজবের উৎপত্তি ঘটে। দুস্কৃতিকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে দেয়। যা অন্যরাও না বুঝে লাইক-শেয়ার দিয়ে আরো ভালভাবে প্রচার করে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু ভালোভাবে না যেনে বুঝে প্রচার, লাইক বা শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘গুজব প্রতিরোধে আমাদের মনিটরিং সেল কাজ করছে। গুজব সৃষ্টিকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের হুশিয়ারীও দেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ গুজব প্রতিরোধে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT