নবান্ন উৎসব বাতিল নবান্ন উৎসব বাতিল - ajkerparibartan.com
নবান্ন উৎসব বাতিল

2:52 pm , November 15, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ ভৈরবি রাগে, বাদ্যের তালে নৃত্য আর পিঠা-পুলির স্বাদে নাগরিক জীবনে ধরা দিতো বাঙালির চিরায়ত উৎসব নবান্ন। তবে এবছরে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কৃষকের মাঠের ধানসহ ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে নগরীতে নবান্ন উৎসব বাতিল করা হয়েছে। ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলায় ব্যাপক ক্ষতি হওয়ায় জেলা প্রশাসন আয়োজিত এই উৎসব বাতিল করা হয়। জেলা প্রশাসক মিডিয়া সেল নামের একটি ম্যাসেঞ্জার গ্রুপে বিষয়টি নিশ্চিত করেন। এই প্রথম বারের মতো কৃষকদের কথা চিন্তা করে জেলা প্রশাসন এই উৎসব বাতিল করে। উল্লেখ্য, ১৬ নভেম্বর এবং বাংলা ১লা অগ্রহায়ন নবান্ন উৎসব পালিত হয়ে থাকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT