আর্য্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা আর্য্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
আর্য্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

2:59 pm , November 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পলাশপুর এলাকার পরিবেশ দুষনকারী সেই আর্য ফুড প্রোডাক্টসকে অর্থদন্ড দেয়া হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিসেবে জরিমানা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাইফুল ইসলাম। তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ‘আর্য বেকারীতে স্বাস্থ্য সম্মত উপায়ে খাদ্য সামগ্রী তৈরী করা হচ্ছে না। অস্বাস্থ্যর পরিবেশে তৈরী করা বেকারী সামগ্রী বিক্রি করা হয়। এটা আইনত দন্ডনীয় অপরাধ। এ কারনে ওই আর্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যথাযথ নিয়মে স্বাস্থ্যসম্মত খাবার উৎপাদনের ব্যাপারে সতর্ক করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিককে। অভিযানকালে বরিশাল র‌্যাব-৮ এর একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।
প্রসঙ্গেত, নগরীর পলাশপুর এলাকায় আর্য্য বেকারীর কারখানায় দীর্ঘ দিন ধরেই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন তৈরী করে আসছিল। এর পাশাপাশি আর্য্য বেকারীর কালো ধোয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব বিষয় নিয়ে সম্প্রতি আজকের পরিবর্তনে সংবাদ প্রকাশিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT