উত্তাল বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ উত্তাল বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ - ajkerparibartan.com
উত্তাল বঙ্গোপসাগরে জেলে নিখোঁজ

3:16 pm , November 8, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরর প্রভাবে কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার শেষ বিকাল পর্যন্ত মাঝাড়ি ও গুড়ি গুড়ি বৃস্টিপাত হচ্ছে। পূর্ব-উত্তর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগার এলাকা থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলীয় এলাকার দিকে ঘেয়ে আসছে বলে আবহাওয়ার বিদরা নিশ্চিত করেছেন। একই সঙ্গে পায়রা সমুদ্র বন্দরসহ চারটি বন্দরকে শেষ বিকাল পর্যন্ত ০৪(চার) নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখেযেতে বলেছে। একই সঙ্গে গুমুটে আবহাওয়ার কারনে ভ্যাপসা গড়ম বিরাজ করছে দিনভর। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে আন্ধারমানিক নদসহ সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার পথে ঢেউয়ের তান্ডবে এফবি মা কুলসুম ট্রলার থেকে সাগরে পড়ে গিয়ে মো. বেল্লাল নামের (৪০) এক জেলে নিখোঁজ রয়েছে। শুক্রবার সকাল থেকে বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্য বন্দর আলীপুর, মহিপুরের শিববারিড়া নদসহ বিভিন্ন পোতাশ্রয়ে নিরাপদ আশ্রয়ে আসতে শুরু করেছে। দূর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতির জন্য এবং সর্তক থাকার জন্য বৃহস্পতিবার রাতে কলাপাড়া উপজেলা দূর্যোগ প্রস্তুতি কমিটি প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে দূর্যোগ প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গ্রহিত হয় সকল আশ্রয় কেন্দ্র সার্বক্ষনিক উম্মুক্ত রাখা এবং সিপিপি ও দূর্যোগ ঝুকি হ্রাস কার্যক্রমের সপৃক্ত উন্নয়ন সংস্থাকে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার জন্য।
আবহাওয়া অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছেন, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিনে অবস্থান করছে। প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোাচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT