ভান্ডারিয়ায় শিক্ষিকার অনুপস্থিতিতে হাজিরা খাতায় স্বাক্ষর করলেন তার দেবর ভান্ডারিয়ায় শিক্ষিকার অনুপস্থিতিতে হাজিরা খাতায় স্বাক্ষর করলেন তার দেবর - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় শিক্ষিকার অনুপস্থিতিতে হাজিরা খাতায় স্বাক্ষর করলেন তার দেবর

2:59 pm , November 3, 2019

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশারিবুনিয়া নাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিতা রানী গত ১৩ দিন যাবৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলে অনুপস্থিত রয়েছেন। তিনি যাহাতে কোন প্রকার ঝামেলায় না পড়েন সে জন্য একই স্কুলে কর্মরত (সহকারি শিক্ষক) তার দেবর স্বপন শেখর বারিক (শুনীল বারিক) শিক্ষক হাজিরা খাতায় ওই শিক্ষিকার বদলে অবৈধ ভাবে ১৩ দিনের স্বাক্ষর করেছেন। অবৈধ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক প্রবির ভদ্র জানান আমি প্রশিক্ষণে ভান্ডারিয়ায় ছিলাম। রিতা রানী আমাকে ছুটির বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন। তবে তিনি ২৮ অক্টোবর থেকে অনুপস্থিত। এ বিষয়ে রোববার বিকেল সাড়ে তিনটায় রিতা রানীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান আমি স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় আছি। স্কুলের এ অনিয়মের বিষয়টির অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার নজরুল ইসলাম রোববার তদন্তের জন্য স্কুলে আসেন। তার কাছে অবৈধ স্বাক্ষরের কথা জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন আমি ঘটনাটি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বৌদির স্বাক্ষর জাল করে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি সাংবাদিক ও শিক্ষা অফিসারের কাছে স্বীকার করেছেন স্বপন শেখর বারিক (শুনীল বারিক)। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকের হাজিরা খাতায় অন্য শিক্ষকের স্বাক্ষর দেওয়ার অপরাধ সম্পর্কে জানতে চাইলে পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জেছের আলী বলেন অপরাধ প্রমানিত হলে তাদের বিরদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT