7:18 pm , May 29, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম জনিকে লাঞ্ছিত করেছে ওয়ার্ড ছাত্রদল নেতা তছলিম। গতকাল ১৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পূর্ব মুহুর্তে বক্তৃতা দেয়ার জন্য মাইক হাতে নেয় ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক এনামূল হাসান তছলিম। এ সময় তাকে বক্তৃতা না দেয়ার জন্য বলে মহানগর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম জনি। এতে তছলিম ক্ষুদ্ধ হয়ে জনির দিকে তেড়ে আসে ও তার সঙ্গে বেয়াদবীমূলক আচরন করে তাকে লাঞ্ছিত করে। এসময় জনির সঙ্গে থাকা ছাত্রদল নেতা আরিফ, রাফিসহ অন্যান্যরা তছলিমকে কলার ধরে টানাটানি করে সেখান থেকে সরিয়ে দেয়। এসময় ইফতার মাহফিলে বিশৃঙ্খলা তৈরী হয়। এ বিষয়ে তছলিম জানান, আমাকে বক্তৃতা দিতে নিষেধ করায় জনির সঙ্গে হাতাহাতি হয়েছে। আরিফুল ইসলাম জনি বলেন, আমার সঙ্গে কিছুই হয়নি, ওয়ার্ড ছাত্রদলের কর্মীরা বিশৃঙ্খলা করছিল। আমি তাদের দু’পক্ষকে থামিয়ে দিয়েছি।