7:18 pm , May 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ফকির বাড়ি রোডে হোটেল রাধুনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের কর্মীরা জানান, রাধুনী খাবার হোটেলের পেছনে রান্না ঘরে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা রান্নাঘর জুড়ে। সৃষ্টি হয় ভয়াবহ অগ্নিকান্ডের। তবে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী এবং ফায়ার সার্ভিসে তড়িৎ তৎপরতার কারনে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।