বরিশালে লঞ্চের অগ্রিম টিকিটি বিক্রি শুরু বরিশালে লঞ্চের অগ্রিম টিকিটি বিক্রি শুরু - ajkerparibartan.com
বরিশালে লঞ্চের অগ্রিম টিকিটি বিক্রি শুরু

7:15 pm , May 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য লঞ্চের অগ্রিম টিকিটি বিক্রি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে কীর্তনখোলা লঞ্চ যাত্রীদের মাঝে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সরাসরি এ টিকিটি বিক্রি শুরু করে। প্রথমদিন কোন ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ার কথা জানিয়েছেন ভ্রমনকারীরা। যাত্রীদের দাবী অনুযায়ী স্বাভাবিক সময়ের থেকে ঈদ স্পেশাল সার্ভিসের টিকেটে বাড়তি ভাড়া রাখা হচ্ছে। তবে লঞ্চ মালিকরা বলছেন, স্বাভাবিক সময়ে যাত্রী কম হওয়ায় লোকসান এড়াতে তারা সরকার নির্ধারিত মূল্যের কিছুটা কম ভাড়া রাখেন। আর ঈদের সময় ফিরতি ি ট্রপে কোন যাত্রী না হওয়ায় সরকার নির্ধারিত মূল্য রাখছেন তারা। সরকারের নির্ধারিত মূল্যের বাহিরে কোন যাত্রীর কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে না। কীর্তনখোলা লঞ্চের দায়িত্বে থাকা বেল্লাল হোসেন জানান, প্রতিবছরের মতো এবারো তারা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নিয়ে টিকিট বিক্রি শুরু করেছেন। চলবে কেবিনের স্টক থাকা পর্যন্ত। এদিকে কীর্তনখোলা ব্যতিত অন্য কোন লঞ্চ কেবিনের অগ্রিম টিকিটি এখনো ছাড়েনি। তবে গত বৃহস্পতিবার সপ্তম রমজান থেকে ঈদের অগ্রিম টিকিটের জন্য আবেদন বা স্লিপ নিতে শুরু করেছে সুরভী লঞ্চ কোম্পনি। পাশাপাশি ১০ রমজান (২৭ মে) থেকে ১৫ রমজান (১ জুন) পযর্ন্ত প্রাইভ নেভিগেশনের সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের জন্য আবেদন পত্র গ্রহন করবেন। একইসময়ে নিজাম শিপিং লাইন্সের এ্যাডভেঞ্চার লঞ্চ কর্তৃপক্ষও আবেদন গ্রহন করবেন। যে সংক্রান্ত নোটিশ ওই সকল লঞ্চ কাউন্টারে টানিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, লঞ্চ গুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমনের দিন লঞ্চে যাত্রা শুরু হওয়ার পর দেয়া হয়। ঈদ উপলক্ষে সিঙ্গেল কেবিনের ভাড়া ১২০০ টাকা এবং ডাবল কেবিনের টাকা ২৩০০ টাকা নেয়া হচ্ছে। যা অন্যান্য সময় থাকে ১০০০ টাকা ও ২০০০ টাকায় পাওয়া যায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT