5:48 pm , April 21, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় প্রকৌশলী নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ওই দুর্ঘটনা ঘটে। নিহত খগেন্দ্র নাথ গোলদার পল্লীবিদ্যুত বিভাগের পিসিএল’র প্রকৌশলী। বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, প্রকৌশলী তার কর্মস্থল থেকে হেঁটে মহাসড়কে আসেন। ওই সময় পেছন থেকে বেপরোয়া গতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটর সাইকেলের দুই অরোহী গুরুতর আহত হয়েছে। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।