7:14 pm , May 29, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগে করা মামলায় চক্রের প্রধান কলেজ ছাত্রলীগ সভাপতিসহ ৬ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৫ দিন করে রিমান্ডের আবেদনে প্রতেককে এক দিন করে রিমান্ডে রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ। রিমান্ডপ্রাপ্তরা হলো, নগরীর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন হাওলাদারের ছেলে ও বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল করিম বাপ্পি, মেহেন্দিগঞ্জের চরহোগলা গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম সোহেল (৩৫), একই উপজেলার রামনাথপুর গ্রামের মো. আনোয়ার হোসেন ফকির (৩৯), মুলাদীর দড়িরচর লক্ষ্মিপুর গ্রামের মো. আহসান হাবিব হাওলাদার (৩৫), মো. জহির উদ্দিন জুয়েল হাওলাদার (৩৫) ও মেহেন্দিগঞ্জের চর হোগলা গ্রামের মো. বাদল বেপারী (৩৮)। এর আগে রোববার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করেন কোতয়ালি মাডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান। আদালতসূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ইম্পেরিয়ালে অভিযান চালায় কোতয়ালি মডেল থানা পুলিশ। এসময় ৪০৬ নম্বর কক্ষ থেকে বাপ্পি ছাড়া ৯ জনকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সহায়তার সরঞ্জাম সহ আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা, ৮টি মোবাইল সেট, ওয়্যারলেস ব্লুটুথ ৩টি ও প্রাথমিক সহকারি নিয়োগ পরীক্ষার ৪টি প্রবেশপত্র উদ্ধার করে। পরে তাদের দেয়া জবানবন্দি অনুযায়ি প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রধান বাপ্পিকে তার বাসা থেকে আটক করে পুলিশ। এঘটনায় এসআই মহিউদ্দিন বাদী হয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অভিযোগ এনে মামলা করে।