ইয়াবাসহ আটক দম্পতিকে জেলে ইয়াবাসহ আটক দম্পতিকে জেলে - ajkerparibartan.com
ইয়াবাসহ আটক দম্পতিকে জেলে

6:16 pm , May 28, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ইয়াবা সহ গ্রেপ্তার হওয়া মহিলা দল নেত্রী ও তার যুবদল নেতা স্বামীকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. মারুফ আহমেদ জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়া মাদক ব্যবসায়ীরা হলো- মহানগর মহিলা দল এর সদস্য এবং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা খান সাথী ও তার স্বামী যুবদল নেতা শওকত হোসেন খান। গত রোববার রাতে নগরীর কাউনিয়া জানুকিসিংহ রোড সংলগ্ন মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৮ সদস্যরা।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় তারা। এসময় মোটর সাইকেল থাকা শওকত হোসেন খান ও তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা খান সাথীর পথরোধ করে র‌্যাবের ওই টিম। পরে তাদের তল্লাশী করে শওকত হোসেন এর পকেট থেকে দুটি প্যাকেটে ১৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার তাদের দু’জনকে আদালতে প্রেরন করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT