6:13 pm , May 27, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক নির্মুলে বিশেষ ভুমিকা রাখার পাশাপাশি সকল শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে র্যাব-৮। সভা ও সেমিনারের মাধ্যমে তারা মাদকের ভয়াবহতা তুলে ধরছেন সাধারণ মহলে। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের মাদকের বিষয়ে সচেতন করে গড়ে তুলতে চাচ্ছেন তারা। গতকাল রোববার মাদক বিরোধী সচেতনতামুলক এমনই এক কার্যক্রম পরিচালনা করেছে র্যাব-৮। বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পেইন চলাকালে র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, কলেজ অধ্যক্ষ খন্দকার ওলিউর ইসলাম সহ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় র্যাব কর্মকর্তারা সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নির্মূলের ব্যাপারে সকলের সহযোগিতা ও মাদক সংক্রান্ত তথ্য থাকলে তা র্যাব-৮ কে জানানোর জন্য আহ্Ÿান জানান।
উল্লেখ্য মাদক নির্মূলে ছাত্র সমাজের ভূমিকাকে প্রাধান্য দিয়ে র্যাব-৮ কর্তৃক আরো ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে উপ-অধিনায়ক সকলকে অবহিত করেন।