6:47 pm , May 25, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে আবারো ইয়াবাসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ আটক ৩। গতকাল বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার রামপট্রি নামক স্থান থেকে দেহেরগতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং একই এলাকার মোঃ নাজমুল ইসলাম ও গাজী মাসুমকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় গাজি মাসুমের দেহ তল্লাশি করে ৭ পিচ ইয়াবা উদ্ধার করা করে। এয়ারপোর্ট থানা সূত্রে জানাগেছে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। আটককৃতদের মধ্যে সাইফুল ইসলাম দেহেরগতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী শুভ। তবে তিনি দাবি করেন সাইফুল ইসলাম চক্রান্তের শিকার।
এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রামপট্টি নামক স্থানে শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালায় পুলিশের টিম। এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাইফুল সিকদার, মাসুম গাজী ও নাজমুল হোসেনকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশী চালিয়ে ৭পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন