6:28 pm , April 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ইয়াবাসহ আটককৃত আইনজীবীর সহকারি শওকত হোসেনকে জেলে পাঠিয়েছে আদালত। গ্রেফতারের পর গতকাল শুক্রবার তাকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে মহানগর গোয়েন্দা পুলিশ। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়া শওকত হোসেন নগরীর কাউনিয়া বাশের হাটখোলা এলাকার বাসিন্দা এবং আইনজীবী রুমীর সহকারি। আদালত সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় আদালত চত্বর থেকে শওকত হোসেনকে ২৫ পিস ইয়াবাসহ আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক ওই আদেশ দেন।