6:46 pm , May 25, 2018

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রামের মাদ্রাসা ছাত্রীর শ্লীতাহানির মামলা প্রত্যাহার না করায় বাদী মায়ের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতা। গত ২৩ মে ছাত্রীর ঘরে গিয়ে মা রুবী বেগমের উপর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কালাম বাহিনী হামলা করে। তথ্য সূত্রে জানা যায়, গত ১০ মে কাঠালিয়া ইসলামিয়া দারুসুন্ন্যত দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনী পড়–য়া ছাত্রীর ঘরে প্রবেশ করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের ভাতিজা নয়ন ও রানা খান শ্লীলতাহানি করেন। ওই ঘটনায় ছাত্রীর মা রুবি বেগম বাদী হয়ে ২ জনকে আসামী করে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরে কালাম ও তার বাহিনীরা রুবি বেগমকে বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নিতে মারধরসহ প্রান নাশের হুমকী দেয়। ধারাবাহিকতায় গত ২৩ মে রাত সাড়ে ৯ টার দিকে বাকেরগঞ্জ থেকে রুবি বেগম তার নিজ বাড়ীতে যাওয়ার পথে কালাম ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। তারা রুবি বেগম জখম করে হাত-পা বেধে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল শুক্রবার তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রুবি বেগমের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয় খান আবুল কালাম জানান, আমার ও আমার বাতিজাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় তাদের সাথে জমি সংন্ত্রান্ত বিরোধ থাকায় মিথ্যা নাটক সাজিয়ে আমার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করছেন। বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, রুবি বেগমের উপরে হামলার মামলা নেয়া হয়েছে।