6:45 pm , May 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন এর ব্যক্তিগত উদ্যোগে বরিশালে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারের মাহে রমজানেও গতকাল বৃহস্পতিবার নগরীর সদর রোডস্থ বিএনপি নেতার মালিকানাধীন রয়েল রেস্তোরায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সু-শৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল ও এবায়েদুল হক এর পুত্র আহসানুল হক অভি।
এছাড়া ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মাববেন্দ্র ব্যাটবল, নূর”ল আলম ফরিদ, নাছিম উল আলম, তপন চক্রবর্তী, ইসমাইল হোসেন নেগাবান মন্টু, টেলিভিশন সাংবাদিক হুমায়ুন কবির, জ্যেষ্ঠ সাংবাদিক আক্তার ফার”ক শাহীন, পুলক চ্যাটার্জী, দৈনিক পরিবর্তন’র প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ফেরদাউস সোহাগ, রাহাত খান, মনির”ল আহসান, স্বপন খন্দকার, গিয়াস উদ্দিন সুমন, আমিনুল ইসলাম খসর”, গোপাল সরকার, জিয়া শাহীন প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন।