রেনু পাচারকারীদের লাখ টাকা উৎকোচ’র অভিযোগ তদন্ত করতে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রেনু পাচারকারীদের লাখ টাকা উৎকোচ’র অভিযোগ তদন্ত করতে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন - ajkerparibartan.com
রেনু পাচারকারীদের লাখ টাকা উৎকোচ’র অভিযোগ তদন্ত করতে পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

6:44 pm , May 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ রেনু পাচারকারীদের বন্দর থানায় প্রতিদিন লাখ টাকা উৎকোচ দেয়ার ঘটনা নিয়ে মহানগর পুলিশে তোলপাড় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দৈনিক পরিবর্তনসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবর দেখে নড়েচড়ে বসে পুলিশের উর্ধ্বতন মহল। তারা বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পাচারকারীর ফাঁস করা তথ্য’র সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি করেছেন মহানগর পুলিশ কমিশনার। গতকাল প্রকাশিত খবরটি দেখে তাৎক্ষনিকভাবে উচ্চ পর্যায়ের ওই তদন্ত কমিটি করেন তিনি। একই সাথে রেনু পাচাররোধে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন।

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, গত বুধবার ভোরে সদর উপজেলার নেহালগঞ্জ ফেরীঘাট এলাকায় স্থানীয়রা ৩৫ ড্রাম ভর্তি চিংড়ি রেনুসহ স্থানীয়রা ১৮ জনকে আটক করে পুলিশে খবর দেয়। আটক হওয়াদের মধ্যে ছিল চিংড়ি রেনু পাচারকারী চক্রের মুল হোতা হারুন ওরফে পাতিল হারুন। সে সাংবাদিকদের জানায়, রেনু পোনা নির্বিঘেœ পাচার করার জন্য বন্দর থানা পুলিশকে প্রতিদিন এক লাখ টাকা উৎকোচ দেয়া হয়। থানার বকসি ফয়জুর রহমান ওই টাকা নেয়। হারুন’র ওই তথ্য নিয়ে প্রকাশিত সংবাদ ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান’র নজরে আসে। তিনি ওই অভিযোগ তদন্ত করতে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার খান মো. আবু নাসেরকে দায়িত্ব দেন। একই সাথে রেনু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের নির্দেশ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT