7:12 pm , May 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পহেলা রমজান থেকে মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪০৯ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা। পাশাপাশি ১টি পাইপগান, ১টি চাপাতি ও ১টি রাম দা উদ্ধার করা হয়। এসব ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে ৩১ টি ও বিএমপি অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে ২২টি। এছাড়া মঙ্গলবার নগরীর আবাসিক হোটেল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসনে। এ সময় তিনি বলেন, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা, সে যত প্রভাব শালীই হোক। আইনশৃঙ্খলা বাহীনির কোন সদস্য মাদকের সাথে জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে পুলিশের চারজনকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযানে বরিশাল মহানগরের ৪ থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা অংশ নিচ্ছে। অভিযান জোড়দার করতে নগরীর মাদক ব্যবসায়ীদের ২৬৭ জনের একটি তালিকা করা হয়েছে বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার খাইরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।