7:03 pm , May 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগ পদে লিখিত পরীক্ষা আগামী শনিবার। নগরীর ৩২টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩ শত ৬৩ জন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষার্থীদের আসন বন্টনও চুড়ান্ত হয়েছে।
সরকারি বি এম কলেজকে এ ও বি দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এ’তে রোল ৬৭১০০০১-৬৭১১৭০০রোল মোট ১৭০০ জন পরীক্ষায় অংশ নেবে। সরকারি বি এম কলেজ (বি) রোল ৬৭১১৭০১ – ৬৭১৩৫০০ মোট ১৮০০ জন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে (এ) রোল ৬৭১৩৫০১ – ৬৭১৪৬০০ মোট ১১০০ জন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে (বি) রোল ৬৭১০৪৬০১ – ৬৭১৫৭০০ মোট ১১০০ জন, সরকারি বরিশাল কলেজে রোল ৬৭৫৭০১ – ৬৭১৭২০০ মোট ১৫০০ জন, সরকারি মহিলা কলেজে রোল ৬৭১৭২০১ – ৬৭১৮৭০০ মোট ১৫০০ জন, বরিশাল পলিটেকনিক কলেজে রোল ৬৭১৮৭০১ ৬৭১৯৯০০ মোট ১২০০ জন, অমৃত লাল দে কলেজে ৬৭১৯৯০১-৬৭২১১০০ মোট ১২০০ জন, আলেকান্দা সরকারি কলেজে রোল ৬৭২১১০১-৬৭২১৭০০ মোট ৬০০ জন, বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে রোল ৬৭২১৭০১ থেকে ৬৭২৩১০০ মোট ১৪০০ জন। বি.টি.এইচ. মানিক মিয়া মহিলা কলেজে রোল ৬৭২৩১০১-৬৭২৩৮০০ মোট ৭০০ জন। বরিশাল জিলা স্কুলে রোল ৬৭২৩৮০১-৬৭২৪৬০০ মোট ৮০০ জন, সরকারি বালিকা বিদ্যালয়ে রোল ৬৭২৪৬০১-৬৭২৫৪০০ মোট ৮০০ জন, ইসলামিয়া কলেজে রোল ৬৭২৫৪০১-৬৭২৬৪০০ মোট ১০০০ জন, কাশিপুর স্কুল এন্ড কলেজে রোল ৬৭২৬৪০১-৬৭২৬৯০০ মোট ৫০০ জন, বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় রোল ৬৭২৬৯০১-৬৭২৭৫০০ মোট ৬০০ জন, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় রোল ৬৭২৭৫০১-৬৭২৭৯০০ মোট ৮০০ জন, এ ওহেদ মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭২৭৯০১-৬৭২৮৩০০ মোট ৮০০ জন, এ আর খান মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭২৮৩০১-৬৭২৮৯০০ মোট ৬০০ জন, নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭২৮৯০১-৬৭২৯৪০০ মোট ৫০০ জন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭২৯৪০১-৬৭৩০৫০০ মোট ১১০০ জন, অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩০৫০১-৬৭৩০৯০০ মোট ৮০০ জন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) রোল ৬৭৩০৯০১-৬৭৩১৬০০ মোট ৭০০ জন, জগদীশ স্বারসতী বালিকা স্কুল এন্ড কলেজে রোল ৬৭৩১৬০১-৬৭৩২২০০ মোট ৬০০ জন, ব্রজমোহন (বিএম) মাধ্যমিক স্কুলে রোল ৬৭৩২২০১-৬৭৩২৭০০ মোট ৫০০ জন, মমতাজ মজিদুনেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩২৭০১-৬৭৩৩২০০ মোট ৫০০ জন, এ.কে মাধ্যমিক স্কুলে রোল ৬৭৩৩২০১-৬৭৩৩৭০০ মোট ৫০০ জন, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩৪২০১-৬৭৩৪৭০০ মোট ৫০০ জন, মুথুরানাথ মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩৪২০১-৬৭৩৪৭০০ মোট ৫০০ জন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩৪৭০১-৬৭৩৫৩০০ মোট ৬০০ জন, টাউন স্কুলে রোল ৬৭৩৫৩০১-৬৭৩৫৮০০ মোট ৫০০ জন এবং আলহাজ্ব দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে রোল ৬৭৩৫৮০১-৬৭৩৬৩৬৩ মোট ৫৬৩ জন পরীক্ষায় অংশ নেবে।