7:00 pm , May 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় শিশু কন্যাকে জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ধর্ষিতা গৃহবধু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আগৈলঝাড়া উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। অভিযুক্ত মানিক দাস (২২) আগৈলঝারা উপজেলার ফুল্লশ্রী গ্রামের বাদল দাসের ছেলে। আদালত সুত্র জানায়, ধর্ষিতার স্বামী ওমান প্রবাসী। অভিযুক্তর বাড়ি একই এলাকায় হওয়ায় সে প্রায়ই তাকে কু প্রস্তাব দেয়। এ কথা শ্বশুর শাশুড়িকে জানালে মানিক ক্ষিপ্ত হয়। গত ১৪ মে বাদীনির বাড়িতে এসে তার ১৯ মাস বয়সী শিশু কন্যার গলায় ছুড়ি ধরে হত্যার হুমকি দিয়ে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার শাশুড়ি এসে পড়লে মানিক ওই গৃহবধুর গলায় চাকু ঠেকিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে একটি খালি ঘরে আটক রেখে রাত ১০ টা পর্যন্ত দুইবার ধর্ষণ করে। ধর্ষিতার শ্বশুর শাশুড়ি অভিযুক্তর বাবা মাকে জানালে মানিক ধর্ষিতার মুখে চেতনা নাশক ওষুধ দিয়ে রাত ১১ টার দিকে বাড়িতে ফেলে যায়। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ওই আদেশ দেন।