6:16 pm , April 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ পর্দা নেমেছে নগরীতে গত দিন ধরে চলা নিসর্গের কবি জীবনানন্দ মেলার। জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে গত বুধবার থেকে শুরু হয় এ মেলা। গতকাল শুক্রবার শেষ দিনে নগরীর তিন গুনী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়। তারা হলেন-কবি হ্যানরি স্বপন, গনশিল্পি মো. আক্কাস হোসন ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী। অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাড. তালুকদার মো. ইউনুস এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। অতিরিক্তি জেলা প্রশাসক আবুল কালাম আজাদের সার্বিক পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএম কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান সিকদার, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এস এম ইকবাল। এছাড়া শুভেচ্ছা ও অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন হ্যানরি স্বপন, আক্কাস হোসন ও পংকজ রায় চৌধুরী। তিনজনকে মানপত্র, মেডেল ক্রেস্ট ও সম্মানী দেয়া হয়। সম্মাননা দেয়ার পর মঞ্চে কবি জীবনানন্দের কবিতা আবৃতি পাঠ, আবহমান বাংলার বিভিন্ন গান পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলার সমাপনি ঘোষনা করে জেলা প্রশাসক হাবিবুর রহমান আগামীতে নগরীতে বড় পরিসরে জীবনানন্দ মেলা আয়োজন করার ঘোষনা দেন।