6:18 pm , May 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বদলী করা হলো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল কাদিরকে। তাকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদোন্নতী দেয়া হয়েছে। পাশাপাশি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি দায়িত্বে নতুন উপ-পরিচালক হিসেবে বদলী করা হয়েছে ডা. মুহাম্মদ আবদুর রাজ্জাককে। তিনি মহাখালী আইপিএইচ (আইভিএফ শাখা) এর তত্ত্বাবধায়ক এর দায়িত্ব ছিলেন। সেখানে তার পদমর্যাদা ছিলো সহকারী পরিচালক এর। তাকে পদোন্নতী দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক এর দায়িত্ব দেয়া হয়েছে। গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পার-২) একেএম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।