6:18 pm , May 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগে মুন্সির তালুক আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও কাতার চ্যারিটি’র পরিচালকের বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ইউএনডিপি’র সদস্য নুরুন্নাহার পুস্প বাদী হয়ে চীফ মেট্রোপলিটন আমলী আদালতে মামলা করেন। মামলায় ২২৫ জনকে সাক্ষী রাখা হয়েছে। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন ভুট্টো উজিরপুর ওটরা ইউনিয়নের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর ছেলে এবং মুন্সির তালুক আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও কাতার চ্যারিটি’র পরিচালক এবং অপর আসামি নগরীর নবগ্রাম রোডের তারিকুল ইসলামের স্ত্রী জেসমিন। মামলাসূত্রে জানা গেছে, বাদী নুরুন্নাহার পুস্প ইউএনডিপি’র সদস্য মাঠকর্মী হওয়ায় জেসমিনের মাধ্যমে দেলোয়ারের সাথে তার পরিচয় হয়। এসময় দেলোয়ার কাতার চ্যারিটির পরিচালক হিসেবে সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের দরিদ্র জনগণকে অল্প টাকায় গৃহ নির্মাণ ও গভীর নলকূপ বসানোর প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে ২০১৬ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত গৃহ নির্মাণ ও গভীর নলকূপের বসানোর জন্য ১৯০ টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে মোট ৮০ লাখ ২০ হাজার টাকা নেয়। পরে কাজ না করে ঘুরাঘুরির এক পর্যায়ে সাক্ষীদের চাপের মুখে চলতি বছরের ১৮ জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করে দেয়ার অঙ্গীকার করে ৩০০ টাকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে। এরপরও কাজ না করলে ২৮ জানুয়ারির মধ্যে সকল দরিদ্র মানুষের টাকা ফেরত দেয়ার কথা জানায়। ১৪ মে সাক্ষীরা সহ বাদী অভিযুক্ত দেলোয়ারের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে। এ ঘটনায় গতকাল মামলা করলে বিচারক ঐ আদেশ দেন।