প্রতারক কাতার চ্যারিটি’র পরিচালক ভুট্টো গ্রেপ্তার প্রতারক কাতার চ্যারিটি’র পরিচালক ভুট্টো গ্রেপ্তার - ajkerparibartan.com
প্রতারক কাতার চ্যারিটি’র পরিচালক ভুট্টো গ্রেপ্তার

6:25 pm , May 17, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ অসহায় ও দরিদ্র মানুষের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারককে উজিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার প্রতারত মো. দেলোয়ার হোসেন ভুট্টোকে গ্রেপ্তার করা হয়। ভুট্টো উপজেলার ওটরা ইউনিয়নের পূর্বকেশবকাঠি গ্রামের মৃত আক্তার আলী ওরফে আক্কেল আলীর ছেলে। এছাড়াও সে মুন্সির তালুক আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও কাতার চ্যারিটি’র পরিচালক।
র‌্যাব থেকে জানানো হয়, ভুট্টো ২০১৬ সালে ৬৭৪ জন অসহায় ও দরিদ্র মানুষকে ঘর ও গভীর নলকূপ দেয়ার প্রলোভন দিয়ে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামী হিসেবে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT