6:30 pm , May 17, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলায় জেলা আইনজীবী সমিতির সদস্য এড. শেখ জিয়াউর রহমান রুমিসহ দুই জনকে জেলে পাঠিয়েছে আদালত। গ্রেফতারের পর তাদের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে কোতয়ালি মডেল থানা পুলিশ। আদালতের বিচারক মো. মারুফ আহমেদ তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। জেলে যাওয়া অপর আসামি হলো, রুমির সহযোগী ১নং সিএন্ডবি পুল সংলগ্ন এলাকার বাসিন্দা হারুন। আদালত সুত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১নং সিএন্ডবির পুল সংলগ্ন রুমীর কাচারিঘরে অভিযান চালায় কোতয়ালী মডেল থানার এসআই মহিউদ্দিন আহম্মেদ (পিপিএম)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাশ^বর্তী পুকুরে লাফিয়ে পরে রুমি। পরে তাদের আটক করে তাদের কাছে থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় এসআই মহিউদ্দিন বাদি হয়ে এড. রুমি ও তার সহযোগীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে সোপর্দ করলে জেলে পাঠানোর নির্দেশ দেন।