মাদ্রাসা সুপার লাঞ্চিত’র মামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর মাদ্রাসা সুপার লাঞ্চিত’র মামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর - ajkerparibartan.com
মাদ্রাসা সুপার লাঞ্চিত’র মামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর

6:17 pm , May 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের মাথায় মল লেপনের মামলায় ২ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৭ দিনের আবেদনে ৫ দিন করে রিমান্ডে রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক হোসাইন। এরপুর্বে মঙ্গলবার আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করেন বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক। রিমান্ডপ্রাপ্তরা হলো, বাকেরগঞ্জ কাঠালিয়া গ্রামের মৃত হাসেম মুন্সির ছেলে মিনজু ও ভরপাশা গ্রামের হালিম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন। আদালত সুত্র জানায়, বাদী মাওলানা আবু হানিফা কাঠালিয়া ইসলামিয়া দারুসুন্নাত দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সুপার। মাদ্রাসা পরিচালনার কমিটি গঠন নিয়ে অভিযুক্তদের সাথে তার বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে ৫ লাখ টাকা চাদা দাবি করে। এতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয় তারা। এর ধারাবাহিকতায় গত ১১ মে মাওলানা আবু হানিফা ফজরের পর এশরাকের নামাজ শেষে প্রাতভ্রমণে বের হয়। এসময় অভিযুক্তরা পূর্বের দাবিকৃত চাদার টাকা চেয়ে পথ অবরোধ করে। টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে মাথায় মল ঢেলে দেয়। এছাড়াও পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় মামলা করা হলে পুলিশ ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে বিচারক ওই আদেশ দেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT