দিনভর রেকর্ড পরিমান বৃষ্টি দিনভর রেকর্ড পরিমান বৃষ্টি - ajkerparibartan.com
দিনভর রেকর্ড পরিমান বৃষ্টি

6:18 pm , May 16, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি বছর নগরীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গতকাল। গত ৫ মাসের মধ্যে গতকাল সর্বোচ্চ ৪১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে বরিশাল আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে চলতি বছর সর্বোচ্চ ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। গতকাল বুধবার ভোর রাত থেকেই দমকা ও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এরপর দিনব্যাপী থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে কর্মজীবী নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর পর্যবেক্ষক মাসূদুর রহমান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে থেমে থেমে বৃষ্টি আরো দুই একদিন থাকতে পারে। এছাড়া এই বরিশালের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে বরিশাল নৌ বন্দরে সকালে খোজ নিয়ে জানা গেছে, সেখান থেকে ছোট লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। বরিশাল বিআইডব্লিউটিএ নৌ নিরাপক্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, নদী বন্দরকে ২ নম্বর সংকেত প্রদান করা হয়ে। যে কারনে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ছোট লঞ্চ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দূর্যোগপূর্ন আবহাওয়া কেটে যাওয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT