6:31 pm , May 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আহলান ছাহলান মাহে রমজান মাহে রমজানের পবিত্রতা রক্ষা করো, করতে হবে। রমজানের এই পবিত্রতার শ্লোগান নিয়ে ও স্বাগত জানিয়ে নগরীতে র্যালি করেছে ইমাম সমিতি। গতকাল রোববার সমিতির মহানগর কমিটি’র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকের্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে অনুষ্ঠিত সভায় রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম স্বাভাবিক রাখার দাবী জানানো হয়। মাওলানা নুরুল খলিফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সহ- সভাপতি মাওলানা সুলতান, মহানগর ইমাম সমিতির সাধারন সম্পাদক এইচ.এম.মাহমুদুল হাসান আনসারী, মাওলানা ফিরোজী, মাওলানা কেরামত আলি কাদরী ও হাফেজ আঃ কায়ূম প্রমুখ।