প্লান বহির্ভূত কর্মকান্ড ॥ নগরীর আড়াই’শ ভবন মালিককে নোটিশ প্লান বহির্ভূত কর্মকান্ড ॥ নগরীর আড়াই’শ ভবন মালিককে নোটিশ - ajkerparibartan.com
প্লান বহির্ভূত কর্মকান্ড ॥ নগরীর আড়াই’শ ভবন মালিককে নোটিশ

6:05 pm , May 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের প্রায় আড়াই’শ ভবন মালিককে প্লান বহির্ভূত কর্মকান্ড পরিচালনা করায় নোটিশ প্রদান করা হয়েছে। এসব ভবনের মধ্যে কোনটার প্লান রয়েছে আবার কোনোটার প্লানই নেই। গত ২ সপ্তাহ ধরে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় শুরু হওয়ায় এক জরিপের মাধ্যমে এধরনের ভবন চিহিৃত করেছে কর্তৃপক্ষ। এই নিয়ে শনিবার (১২ মে) দুপুরে নগর ভবনে কাউন্সিলরদের নিয়ে সিটি মেয়র আহসান হাবিব কামাল একটি সভা করেন। যেখানে সিটি মেয়র আহসান হাবিব কামল এর সভাপতিত্বে ওই সভায় নগরীর ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর উপস্থিত ছিলেন। সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, এতোদিন ভবনের রিভাইজ প্লান বন্ধ ছিল। এটি ফের চালু করে নগরের কোন কোন ভবন প্লানবিহীন তা খুজতে ৭ জন আরআইকে দুইভাগে ভাগ করে ২টি টিম করে দেয়া হয়েছে। তিনি জানান, জরিপে দেখা গেছে ৩ তলা প্লান পাশ করা ভবন ৪/৫ তলা করা হয়েছে। আবার বর্ধিত এলাকায় বিনা প্লানেই অনেক ভবন উঠে গেছে। সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক (আরআই) মোঃ সালাউদ্দিন জানান, গত ২ সপ্তাহ ধরে চলমান এই কাজে সিটি কর্পোরেশনের ১০/১২ ওয়ার্ড ঘুরে প্রায় আড়াই’শর মতো ভবন মালিককে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশে প্লান বহির্ভূত ভবন নির্মান করার কারন জানতে চাওয়ার পাশাপাশি প্লানের আওতায় আসার জন্য বলা হচ্ছে। তিনি বলেন, জরিপে দেখা গেছে সবচেয়ে বেশি পলাশপুর এলাকায় প্লান ছাড়াই একাধিক ভবন উঠে গেছে এবং যাচ্ছে। এই বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান বলেন, নগরে প্লান নেই এমন অবৈধভাবে অসংখ্য ভবন গড়ে উঠেছে। শনিবার এক সভায় এসব ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব তোলা হয়। এদিকে জরিপকারীদের ধারনা পুরো জারিপ কাজ শেষ হলে প্লান বহির্ভুত এসব ভবনের সংখ্যা শতাধিক দাড়াবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT