6:03 pm , May 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ প্রায় তিনমাস পর বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনে আবারো তালা ঝুলিয়ে দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। ছুটির দিন শুক্রবার রাতে গোপনে ঠিকাদারদের বিল প্রস্তুতির অভিযোগে হিসাব শাখায় তালা দিল বেতনবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত হিসাব শাখার তালা না খোলার ঘোষণাও দেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে ফের উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে কয়েকজন কাউন্সিলর ও ঠিকাদার শনিবার (১২ মে) সকালে নগর ভবনে গেলে কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে পাল্টা অবস্থান নেন। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের নেতা বিসিসির পরিচ্ছন্নতা কর্মকর্তা দিপক লাল মৃধা জানান, কর্মকর্তা-কর্মচারীদের ফের ৫ মাসের বেতন বকেয়া পড়েছে। গত বুধবার তারা মেয়র আহসান হাবিব কামালের সঙ্গে দেখা করে অন্তত দুইমাসের বেতন প্রদানের দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন, সম্প্রতি বিসিসিতে ৩ কোটি টাকা বরাদ্দ এসেছে। মেয়র কামাল কর্মকর্তা-কর্মচারীদের বেতন না দিয়ে বরাদ্দের টাকায় গোপনে ঠিকাদারদের বিল দেওয়ার জন্য রাতে হিসাব শাখায় কাজ করাচ্ছিলেন। সাধারন কর্মকর্তা-কর্মচারীরা খবর পেয়ে হিসাব শাখায় তালা দিয়েছে। বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, উন্নয়ন বরাদ্দ বাবদ মন্ত্রাণালয় থেকে পাওয়া ৩ কোটি টাকার মধ্যে ৯০ লাখ টাকা ভ্যাট দিতে হবে। অবশিষ্ঠ ২ কোটি ১০ লাখ টাকা ২৯৭ জন ঠিকদারের মধ্যে ভাগবন্টন করে দিয়েছেন। রাতে হিসাব শাখায় কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, নগর ভবনে একশ্রেনীর কর্মকর্তা-কর্মচারী রাম রাজত্ব কায়েম করেছেন। তাদের অযাচিত হস্তক্ষেপের কারণে হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীরা দিনে কাজ করতে না পেরে রাতে কাজ করেন।