বাবুগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ॥ পাঁচ সহস্রাধিক মানুষের ভোগান্তি বাবুগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ॥ পাঁচ সহস্রাধিক মানুষের ভোগান্তি - ajkerparibartan.com
বাবুগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ ॥ পাঁচ সহস্রাধিক মানুষের ভোগান্তি

6:01 pm , May 10, 2018

সাইফুল ইসলাম , বাবুগঞ্জ ॥ একটি ব্রিজের সংস্কারের অভাবে ভেস্তে যেতে বসেছে বাবুগঞ্জে অনেক উন্নয়ন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য লোহালিয়া গ্রামের কোল ঘেঁসে কালাম চৌকিদারের বাড়ির সামনে একটি আয়রন ব্রিজ বিগত কয়েক বছর যাবত ভগ্নদশার কারণে যোগাযোগে বিড়ম্বণায়ওই এলাকার কয়েক হাজার মানুষ। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখাযায়, উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্যলোহালিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডের পাঁচরাস্তা থেকে লোহালিয়া গ্রামের আয়রন ব্রিজটি দিয়ে প্রতিদিন ওই গ্রামের স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিশু, অসুস্থ্যরোগী, বৃদ্ধ-বৃদ্ধাসহ প্রায় পাঁচ সহ¯্রাধিক মানুষ প্রত্যহ যাতায়ত করে। আর যাতায়তের একমাত্র ব্রিজ বিগত ২ বছর যাবত ঝুঁকিপুর্ণ, এমনকি ব্রিজ সংলগ্ন প্রায় ৪ কিলোমিটার রাস্তাটিও কাঁচা হওয়ায় বর্ষা সৌসুমে কাঁদামাটি পূর্ণ থাকে । ফলে ওই এলাকার জনসাধারণের যাতায়তে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে ব্রিজটির মেঝের পাটাতন অনেকাংশে ভেঙ্গে যাওয়ায় ওই গ্রামের স্কুল কলেজগামী শিক্ষার্থী, শিশু, অসুস্থ্যরোগী, বৃদ্ধ-বৃদ্ধাসহ প্রায় পাঁচ সহ¯্রাধিক মানুষের ভোগান্তী আরো বেড়েছে, প্রতিদিন নির্বিগ্নে যাতায়নের জন্য বর্তমানে ৪ কিলোমিটার ঘুরে মীরগঞ্জ হয়ে বাবুগঞ্জ বাজারসহ উপজেলা সদরে আসতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু সীমাহীন দূর্ভোগের কথা স্বীকার করে বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিক বার ধর্ণা দিয়েও কোন কাজে আসেনি। রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন আমাদের ভিতরে টিয়ারের ভাগ হয়! আমি তা নেইনি, আমি ইউএনও এর কাছে ২ লক্ষ টাকা চেয়েছিলাম ব্রিজটি সংস্কারের জন্য কিন্তু ইউএনও টেন্ডার প্রক্রিয়ার কথা বলে আমাকে টাকা দেয়নি! তাই সংস্কার করা সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু. আক্তার-উজ-জামান মিলন বলেন জনসেবা করতে জনপ্রতিনিধিত্বের প্রয়োজন হয়না ! আমি ব্রিজটির বেহাল দশার খবর জানতে পেরেছি, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি নিজ উদ্যোগে ব্রিজটি সংস্কার করে দেব। এদিকে ভূক্তভোগী এলাকাবাসির দাবি অতি দ্রুত ব্রিজটি নির্মানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT