বুড়িগঙ্গায় লঞ্চের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গ্রীনলাইন বুড়িগঙ্গায় লঞ্চের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গ্রীনলাইন - ajkerparibartan.com
বুড়িগঙ্গায় লঞ্চের সাথে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গ্রীনলাইন

5:59 pm , May 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল নৌ-রুটে চলাচলকারী নৌযান গ্রীন লাইনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বুড়িগঙ্গা নদীর প্রথম সেতুর (পোস্তগোলা সেতু) সামনে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এমভি গ্রীন লাইনের ৩ যাত্রী আহত ও নৌযানটির এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনা কবলিত অপর নৌযান এমভি মীর সাব্বির-২। এ নৌযানটি ঢাকা-শরিয়তপুরে চলাচলকারী নৌযান। গ্রীনলাইন পরিবহনের উপদেষ্টা শামসুল আরিফিন জানান, গতকাল ভোরে ঢাকার লালকুঠি ঘাট থেকে ১৮২ জন যাত্রী নিয়ে এমভি গ্রীন লাইন-২ জাহাজটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুড়িগঙ্গা সেতু পার হওয়ার পরেই শরিয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির এমভি মীর সাব্বির-২ লঞ্চটি গ্রীন লাইনের সোজা এগুতে থাকে। এসময় তাকে সাইড দিয়ে মাইকিং করে পাশে যেতে বলা হয়। কিন্তু মাস্টার লঞ্চের দিক পরিবর্তন না করে সোজা চালাতে থাকে। একপর্যায়ে গ্রীন লাইনের গতি কমিয়ে দেয়া হয়। এতে গ্রীন লাইনের ডান দিকে স্বজোরে আঘাত করে মীর সাব্বির লঞ্চটি। এতে গ্রীন লাইনের ৩ যাত্রী গুরুতর আহত এবং আরো ২ যাত্রী সামান্য আহত হয়। এসময়ে জাহাজটির নীচতলার ৫টি আসন ক্ষতিগ্রস্ত এবং জানালার কাচ এবং ফাইবার ভেঙ্গে যায়। পরে যাত্রা বাতিল করে যাত্রীদের ঢাকা ফেরত যায় গ্রীন লাইন। দুর্ঘটনায় শিকার যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গ্রীন লাইনে থাকা যাত্রী হাবিবুর রহমান জানান, মাইকের মাধ্যমে মীর সাব্বির লঞ্চকে বারবার এক পাশ থেকে অতিক্রম করার জন্য বলা হলেও চালক গাফিলতি করে গ্রীন লাইনের দিকেই আসতে থাকে। যাত্রীরা সংঘর্ষের আগে থেকেই ঘটনা দেখতে পাওয়ায় বেশি যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগামি রোববার পর্যন্ত গ্রীন লাইন জাহাজটি বর্তশানে ডকে মেরামত চলছে। ঐ জাহাজটি রোববার থেকে সার্ভিসে যোগ দেবে। ক্ষতিগ্রস্ত জাহাজটি মেরামত ও সার্ভে করে পুনরায় নামানো হবে। এতে ২ সপ্তাহ সময় লাগবে বলে জানাগেছে। এছাড়া দুর্ঘটনার কারণে বিআইডব্লিউটিএ এবং নৌপুলিশের নিকট অভিযোগ দিয়েছে গ্রীন লাইন কর্তৃপক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT