5:55 pm , May 10, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পলাশপুরে আত্মহত্যা করেছে গৃহবধূ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আত্মহত্যা করে গৃহবধূ শাহনাজ বেগম (৩৫)। সে পলাশপুরের নতুন ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা রাজমিস্ত্রী হালিম হাওলাদারের প্রথম স্ত্রী। পরিবার সুত্রে জানা গেছে, স্বামী হালি মগোপনে দ্বিতীয় বিয়ে করেছে। এরপর থেকে শাহানাজের খোঁজ খবর নেয়নি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। এর জের ধরে সকালে শাহানাজ নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
কাউনিয়া থানার ওসি মোঃ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।